একসঙ্গে গান গাইলেন কণ্ঠশিল্পী মিঠুন চক্র ও অবন্তী সিঁথি। নতুন সুর ও ছন্দে ‘আদ্যা স্তোত্র’ গানে কণ্ঠে দিয়েছেন তারা।
গানটি যৌথভাবে কম্পোজিশন করেছেন মিঠুন চক্র ও সোহাগ চক্রবর্তী। এছাড়া সুরও করেছেন মিঠুন নিজেই। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাপ্পী আলমগীর। এরইমধ্যে ‘আদ্যা স্তোত্র’ গানচিত্রটি ইউটিউবে প্রকাশ পেয়েছে।
নতুন ধরনের এই আয়োজন প্রসঙ্গে মিঠুন চক্র বলেন, সৃষ্টিকর্তার আদি শক্তির মন্ত্র নিয়ে আমরা এই ‘আদ্যা স্তোত্র’টি গেয়েছি। এটির রচয়িতা চট্টগ্রামের মহাসাধক অন্নদা ঠাকুর। তিনি রামকৃঞ্চ পরমেশ্বরের শিষ্য ছিলেন। যতদূর জানি অন্নদা ঠাকুর এই মন্ত্রের পুরোটাই স্বপ্নে পেয়েছেন দেবী দুর্গার কাছ থেকে! এটাকেই আমরা গানে রূপ দিয়েছি। ’
অবন্তী সিঁথি বলেন, একেবারেই নতুন ধরনের কাজ। খুব কঠিন ছিল আমার জন্য গাওয়া। তবে দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক।
এদিকে, সম্প্রতি অবন্তীর গাওয়া ‘রূপকথার জগতে’ গানটি দর্শকেরা দারুণ পছন্দ করেছেন। অন্যদিকে মিঠুন চক্র জনপ্রিয় ড্রামার। তিনি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎসহ উপমহাদেশের বিখ্যাত আর্টিস্ট এ আর রহমানের সঙ্গে বাজিয়েছেন। এছাড়া ‘স্বপ্ন যাবে বাড়ি’সহ বেশ কিছু জনপ্রিয় গানের শিল্পী তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
জেআইএম