ঢাকা: ২০০৭ সাল থেকে রিংটোনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে ‘দুখিনী দুঃখ করো না’সহ ৬টি গানের কপিরাইট আইন লঙ্ঘন করার অভিযোগে মোবাইল অপারেটর বাংলালিংকের নামে মামলা করেছেন ব্যান্ড মহাতারকা মাহফুজ আনাম জেমস।
বুধবার (১০ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই মামলা দায়ের করা হয়।
এ প্রসঙ্গে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘জেমস দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল উল্লেখ করে তিনি এ মামলা করেছেন। ’
এ প্রসঙ্গে জেমস বাংলানিউজকে বলেন, '১৪ বছর ধরে চেষ্টা করে সমাধান না পেয়ে আমরা অবশেষে আইনের আশ্রয় নিয়েছি। এখন আইনের মাধ্যমেই বিষয়টির সুরাহা হবে। '
এর আগে বুধাবার বেলা ১১টা ৫০মিনিটে মামলা করতে ঢাকার নিম্ন আদালতে হাজির হন এই রকস্টার।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
কেআই/জেআইএম