ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যার কারণে জয়ার বিষন্ন মন আলোয় ভরে গেল

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
যার কারণে জয়ার বিষন্ন মন আলোয় ভরে গেল জয়া আহসান

ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গখ। রুক্ষ সৌন্দর্যের এবং আবেগময় সততার প্রকাশ, সপ্রতিভ রঙের ব্যবহারের কারণে তার কাজ বিখ্যাত ছিল।

যা বিংশ শতাব্দীর শিল্পকলায় সুদূরপ্রসারী প্রভাব রাখে। এবার এই চিত্রশিল্পীতেই মজেছেন জয়া আহসান।  

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে সামাজিকমাধ্যমে বেশকিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি।  

যার ক্যাপশনে এই চিত্রতারকা লেখেন, লন্ডনে দিনটা কেমন ভ্যান গখে মুড়ে রইলো। আলোর বিচ্ছুরণে চারপাশে ফুটে উঠলো তার জীবন, তার শিল্প, তার ব্যথার গল্প, তার তীব্র আবেগমাখা রঙ। বিষণ্ন আলোয় মনটা ভরে গেল।  

চলতি বছরের শুরুতেই সুখবর দিয়ে শুরু করেছেন জয়া আহসান। ২০২২ সালের প্রথমদিনে এই অভিনেত্রী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন। আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।