বর্ষীয়ান অভিনেতা মাসুম আজিজ ক্যান্সারে আক্রান্ত। জানুয়ারিতে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।
২০২২ সালের একুশে পদক ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি)। এবার অভিনয় বিভাগে পদক পাচ্ছেন মাসুম আজিজ। মূলত এ বিষয়টি প্রসঙ্গে কথা বলতে গেলে তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।
মাসুম আজিজ বলেন, 'আমার লড়াই এখন ক্যান্সারের সঙ্গে। জিতব কি-না জানি না। তবে মৃত্যুর আগে জেনে যাচ্ছি, আমার অভিনয়ের একটি রাষ্ট্রীয় সনদ রয়েছে। '
তিনি আরো জানান, আক্রান্ত হওয়ার খবর জানার পর দ্রুতই চিকিৎসা শুরু করে দিয়েছেন। এ পর্যন্ত কেমোথেরাপি দিয়েছেন ৩ বার ও রেডিও থেরাপি দেওয়া দেওয়া হয়েছে ১৩ বার ।
চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত ৯ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসক বলেছেন আনুমানিক ১৬ লাখ টাকা খরচ হবে।
চিকিৎসা চালাতে কিছুটা আর্থিক সমস্যা হচ্ছে তার। মোট ৮ টি কেমোথেরাপি ও ৩০ টি রেডিও থেরাপি তাকে দিতে হবে বলেও জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই তারকা।
মাসুম আজিজ ছাড়াও শিল্পকলায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় একুশে পদক পাচ্ছেন কিংবদন্তী অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন, জিনাত বরকতউল্লাহ (নৃত্য), মাহমুদুর রহমান বেণু (সংগীত), ইকবাল হোসেন (সংগীত), নজরুল ইসলাম বাবু (মরণোত্তর, সংগীত), খালেদ মাহমুদ খান (মরণোত্তর, সংগীত)।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
জেআইএম