কলকাতা: অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন ভারতের বিশিষ্ট সংগীত শিল্পী লতা মঙ্গেশকর। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
জানুয়ারি মাসের ১১ তারিখ থেকে করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন লতা মঙ্গেশকর। অবস্থার উন্নতি হচ্ছিল। বন্ধ রাখা হয়েছিল লাইফ সাপোর্ট। আশার আলো দেখছিলেন চিকিৎসকরাও। তবে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি আবারও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, গায়িকার অবস্থা অত্যন্ত সংকটজনক। সন্ধ্যায় শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বোন লতাকে দেখতে হাসপাতালে গেছেন আরেক কিংবদন্তি আশা ভোঁসলে ও পরিবারের বাকি সদস্যরা।
ভারতের নাইটেঙ্গেল হিসাবে পরিচিত লতা মঙ্গেশকর। ভারতরত্ন সম্মানে ভূষিত তিনি। পেয়েছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার। সেরা প্লে-ব্যাকের জন্য তার ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় পুরস্কারও।
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
ভিএস/এনএটি