ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লতা মঙ্গেশকরের শেষ গান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
লতা মঙ্গেশকরের শেষ গান

প্রায় চার সপ্তাহ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মেনেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।

রোববার (০৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ সময় তার বয়স হয়েছিল ৯২ বছর।

প্রয়াত এ সংগীতশিল্পীর সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ছিল ‘বীর জারা’। যশ চোপড়া পরিচালিত ও শাহরুখ খান-প্রীতি জিনতা অভিনীত ছবিটি মুক্তি পায় ২০০৪ সালে।

ওই ছবিতে ‘তেরে লিয়ে’, ‘অ্যায়সা দেশ হ্যাঁয় মেরা’, ‘ইয়ে হাম আ গায়ে হ্যাঁয় কাহা’, ‘হাম তো ভাই জ্যায়সা হ্যাঁয়’, ‘দো পাল’-এর মত গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর, যা বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি’ শীর্ষক দেশাত্মবোধক গানটিই ছিল লতা মঙ্গেশকরের শেষ গান, ময়ূরেশ পাইয়ের কম্পোজিশনে যা প্রকাশিত হয় ২০২১ সালের মার্চে। গানটি ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।