ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে ঘর পালানো মেয়ের ‘বাবার লেখা শেষ চিঠি’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
ভালোবাসা দিবসে ঘর পালানো মেয়ের ‘বাবার লেখা শেষ চিঠি’ সালহা খানম নাদিয়া ও আশীষ খন্দকার

ভালোবাসা দিবসের জন্য নির্মিত হলো ওয়েব ফিকশন ‘বাবার লেখা শেষ চিঠি’। রাকায়েত রাব্বির চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রুবেল আনুশ।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে চিত্রধারণ শেষে বর্তমানে ওয়েব ফিকশনটির সম্পাদনার কাজ চলছে।

বাবা ও মেয়ের গল্পে নির্মিত ‘বাবার লেখা শেষ চিঠি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া ও আশীষ খন্দকার।  

নির্মাতা রুবেল আনুশ জানান, অনেক সময়ই ঘর থেকে মেয়ে পালিয়ে যায়। একটা মেয়ে পালানোর পর সেই মেয়ের বাবার মানসিক অবস্থা কেমন হয়! যে বাবা বুক ভরা স্বপ্ন নিয়ে মানুষ করলো তারও কিছু বলার থাকতে পারে। কারণ সব বাবা-মা চান তার সন্তান সুখে থাকুক ৷ এমন সামাজিক স্পর্শকাতর গল্পই উঠে আসবে ‘বাবার লেখা শেষ চিঠি’র দৃশ্যায়নে৷

ওয়েক ফিকশনটিতে নাদিয়া ও আশীষ ছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু ও মোহাম্মদ সালমান। এর আবহ সংগীত সাজিয়েছেন সোহেল রাজ।  

নির্মাতা সূত্রে জানা যায়, আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘বাবার লেখা শেষ চিঠি’ ওয়েব ফিকশনটি।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।