ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

অভিনেতা না হলে শাহরুখ-সালমান কী হতেন; জানালেন মাধুরী

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
অভিনেতা না হলে শাহরুখ-সালমান কী হতেন; জানালেন মাধুরী শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও সালমান খান

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। তাদের আজকের অবস্থানে আসার পেছনেও রয়েছে অনেক চড়াই-উৎরাইয়ের গল্প।

এই দুই নায়কের বিপরীতে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত।  

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের এই দুই খানকে নিয়ে কথা বলেছেন মাধুরী। সেখানে এই অভিনেত্রী জানিয়েছেন অভিনেতা না হলে কী হতেন শাহরুখ ও সালমান।  

মাধুরীর কথায়, শাহরুখ অভিনয়ে না এলে ব্যবসায়ী হতেন। অবশ্য সে এখনও একজন ব্যবসায়ী। অন্যদিকে, সালমান গান গাইতেন, ছবি আঁকতেন কিংবা বডি বিল্ডার হতেন। কারণ সালমান এখনও গান করে, শরীর চর্চা করে। ছবিটা সখে আঁকতো।

নিজের অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’ নিয়ে কথা বলেছেন মাধুরী। এতে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। এছাড়াও রয়েছেন মানব কউল, সুহাসিনী মুলে, মুসকান জাফেরি, লক্ষ্যবীর শরণ।  

এর আগে ‘কলঙ্ক’ সিনেমায় দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিতকে। মাঝে বিচারক হিসেবেও অনেক অনুষ্ঠানে দেখা গেছে তাকে। তবে আবারও পর্দায় তাকে দেখার আগ্রহ রয়েছে তার ভক্তদের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।