ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুখোশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুখোশ’ রোশান ও পরীমনি

মোশাররফ করিম, পরীমনি ও রোশান অভিনীত আলোচিত সিনেমা ‘মুখোশ’ দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহ পেয়েছে ৩৮টি।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, জিয়াউল রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

ইফতেখার শুভ বলেন, আমরা ভালো ভালো প্রেক্ষাগৃহ পেয়েছি। ঢাকা ও ঢাকার বাইরে মোট ৩৮টি প্রেক্ষাগৃহে ‘মুখোশ’ মুক্তি পেতে যাচ্ছে। প্রেক্ষাগৃহের সংখ্যার দিক থেকে আমরা সন্তুষ্ট। আশা করছি দর্শক পরিবার ও বন্ধুদের নিয়ে সিনেমাটি দেখতে আসবেন।

ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার 44’ উপন্যাস অবলম্বনে।

ঢাকার ভেতর যেসব হলে ‘মুখোশ’ মুক্তি পাবে

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিংমল, সীমান্ত সম্ভার, এস কে এস টাওয়ার, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, সেনা অডিটোরিয়াম (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (পিলখানা) ও গীত।

ঢাকার বাইরে যেসব হলে ‘মুখোশ’ মুক্তি পাবে
নিউ গুলশান (জিঞ্জিরা), মনিহার (যশোর), চাঁদ মহল (কাচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ সিনেপ্লেক্স (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), বর্ষা (জয়দেবপুর), ঝংকার (পাঁচদোনা), নবীন (মানিকগঞ্জ), লিবার্টি (খুলনা), শংখ (খুলনা), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), নন্দিতা (সিলেট), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মম ইন (বগুড়া), রূপকথা (পাবনা), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিংহ), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), বনলতা (ফরিদপুর) ও মিলন (মাদারীপুর)।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।