নিশোর স্বপ্ন যুক্তরাষ্ট্রে বোনের কাছে ঘুরতে যাবেন। ভিসার জন্য টু বাই টু সাইজের ছবি তুলতে গিয়েই প্রথমবার মেহজাবীনের সঙ্গে তার দেখা।
এই টু বাই টু সাইজটি একসময় শুধু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, মজার ছলে তাদের চিঠি লেখার সাইজও নির্ধারিত হয়। আর দশটা সম্পর্ক থেকে এই সম্পর্ক বিভিন্ন বাঁকে তৈরি করে নতুন সমীকরণ।
এদিকে এক মেহজাবীনের অনেক রূপ। কখনো তিনি মফস্বল শহরের ফটোস্টুডিও দোকানের ফটোগ্রাফার, আবার কখনো সংগীতশিল্পী। এক মেহজাবীনের বহুরূপী সত্তা! নাকি নায়ক আফরান নিশো সবার মাঝে মেহজাবীনকে খুঁজে বেড়ান? এ নিয়ে নায়কের বন্ধুরা বিচলিত!
এমন গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘টু বাই টু লাভ’। রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। গল্পের প্রয়োজনে নাটকটিতে থাকছে বেশ কয়েকটি গান। মফস্বল শহরের নয়নাভিরাম লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি।
আসন্ন ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ১০টা ২০মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায় ‘টু বাই টু লাভ’ প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
জেআইএম