ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘টু স্টেটস’ খ্যাত বলিউড অভিনেতার জীবনাবসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
‘টু স্টেটস’ খ্যাত বলিউড অভিনেতার জীবনাবসান শিব কুমার সুব্রহ্মণ্যম

না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা-চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম। গত তিন দশক হিন্দি সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন ‘টু স্টেটস’ খ্যাত এই তারকা।

রোববার (১০ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়েছে। শিব কুমারের বন্ধু অভিনেতা আয়েশা রাজা তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আর কী বলব আমার বন্ধু…শান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে’। খবর হিন্দুস্তান টাইমস

সোমবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশানে এই তারকার শেষকৃত্য সম্পন্ন হবে।  

এখনো তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে পরিচালক বীণা সারওয়ার জানান, দুইমাস আগে ১৬ বছর বয়সে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যায় শিব কুমার সুব্রহ্মণ্যমের একমাত্র সন্তান দিব্যা। হয়তো সেই শোকেই তিনি নিজেও চলে গেলেন না ফেরার দেশে।

শিব কুমার সুব্রহ্মণ্যম বড় পর্দায় যাত্রা শুরু করেন ১৯৮৯ সালে। বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘পারিন্দা’ দিয়ে অভিষেক ঘটে তার। অভিনয় করার পাশাপাশি এই সিনেমার চিত্রনাট্যও লিখেছিলেন তিনি।

বলিউডের আলোচিত সিনেমা ‘টু স্টেটস’-এ আলিয়া ভাটের বাবার ভূমিকায় শিব কুমার সুব্রহ্মণ্যমের পারফরম্যান্স নজর কেড়েছিল দর্শকদের। রানী মুখার্জীর ‘হিচকি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।

‘পারিন্দা’ ছাড়াও ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘হাজারো খাইয়েশে এয়সি’র মতো কিছু কালজয়ী হিন্দি সিনেমার চিত্রনাট্যকার হিসাবেও পরিচিত শিব কুমার। সর্বশেষ তাকে ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমায় সানিয়া মালহোত্রার বাবার ভূমিকায় দেখা গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।