ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বন্যার গানের অ্যালবাম সংরক্ষণের উদ্যোগ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
বন্যার গানের অ্যালবাম সংরক্ষণের উদ্যোগ রেজওয়ানা চৌধুরী বন্যা

জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া গানের অ্যালবাম সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গুণী এই সংগীতশিল্পীর সংগীতকর্ম ছাড়াও তার জীবনী, দুর্লভ ছবি দিয়ে একটি ওয়েবসাইটও সাজানো হচ্ছে।

জানা গেছে, সরকারিভাবে এবারই প্রথম কোনো শিল্পীর সংগীতকর্ম সংরক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে অন্য শিল্পীদের কাজও সংরক্ষণ করা হবে।

সরকারের এমন উদ্যোগে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘সরকারের পক্ষ থেকে এই দায়িত্ব নেওয়ায় ভালোই হয়েছে। প্রযুক্তিগত দিক তো আমরা এতোটা বুঝি না। আমাদের মতো শিল্পীদের গান সংরক্ষণ করার উদ্যোগটা প্রশংসনীয়। ’

বন্যাকে নিয়ে যে ওয়েবসাইট সাজানো হচ্ছে সেটার উন্নয়নে কাজ করছেন সংগীতশিল্পী ও অডিও প্রকৌশলী জুয়েল মোর্শেদ। ঈদের পর আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটি উন্মোচন করা হবে।

এদিকে, বৈশাখ উপলক্ষে প্রকাশ হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে নতুন গান ‘মঙ্গলবারতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’ এবং ইংরেজ কবি জন নিউটনের প্রচলিত ভক্তিগীতি ‘অ্যামেজিং গ্রেস’কে এক করে তৈরি হয়েছে গানটি।

এই গানের সংগীতায়োজন করেছে সৈকত বিশ্বাস। বন্যার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন স্বপ্নীল সজীবসহ একদল শিল্পী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।