ঢাকা: প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সিনেমাটিকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
রোম্যান্টিক গল্পের সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অভিনেতা আদর আজাদ। ঈদুল ফিতরের পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।
মোস্তাফিজুর রহমান মানিক বাংলানিউজকে বলেন, ‘‘গত সপ্তাহে সেন্সর বোর্ডে ‘যাও পাখি বলো তারে’ জমা দেওয়া হয়েছিল। আজ ছাড়পত্র হাতে পেলাম। এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছি। আগামী ২৭ মে প্রাথমিকভাবে মুক্তির তারিখ নির্ধারণ করেছি। তবে এটা এখনো চূড়ান্ত না। ’’
তিনি আরো বলেন, একেবারে গ্রাম্য পটভূমির গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। যেখানে প্রেম, বিরহ ও বিচ্ছেদ সবই থাকছে। এমন গল্পে এবারই প্রথম সিনেমা নির্মাণ করলাম। বলা যায়, নিখুঁত গ্রামের ‘যাও পাখি বলো তারে’।
মাহি-আদর ছাড়াও সিনেমাটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘যাও পাখি বলো তারে’র কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
জেআইএম