গাইবান্ধা: দেড় ঘণ্টাব্যাপী লাইভ কনসার্টে গাইবান্ধা মাতালেন জেমস।
রোববার (৮ মে) রাত ১১টার দিকে গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আয়োজিত স্টেজে ওঠেন জেমস।
এর আগে, সন্ধ্যা থেকে স্থানীয় ও অতিথি শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা’-(পুসাগ) এ কনসার্টের আয়োজন করে।
পুসাগ সভাপতি হুসাইন মোহাম্মদ জীম জানান, পুসাগ পরিবারের শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠনের লক্ষ্যে ‘কনসার্ট স্টুডেন্টস ওয়েলফেয়ার ২০২২’ এর আয়োজন।
তিনি আরো জানান, গ্যালারির প্রতিটি টিকিট ২০০ টাকা, মাঠে স্ট্যান্ডিং টিকিট ৩০০ টাকা এবং মাঠে চেয়ার টিকিটের মূল্য ৫০০ টাকা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে এসব অর্থ ব্যয় করা হবে।
গাইবান্ধা জেলার এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগে ২০২০ সালের ৮ আগস্ট দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে পড়ুয়া গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় পুসাগ। প্রতিষ্ঠার পর থেকেই মানবতার কল্যাণে ও মানসিক বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, মে ০৮, ২০২২
এনটি