রাজধানীর ভিক্ষুকদের কষ্টের কথা নাটকে তুলে ধরছেন নির্মাতা তারিক মুহাম্মদ হাসান। আলম নূরের গল্পে ও নিজের চিত্রনাট্য তিনি পরিচালনা করেছেন ‘কুলখানি’ নামের একটি নাটক।
এতে অভিনয় করেছেন অলিউল হক রুমি, আযান, টুটুল চৌধুরী প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে পরিচালক তারিক বলেন, ঢাকা শহরের অসংখ্য ভিক্ষুক নিয়েই নাটকের কাহিনী। প্রকৃত ভিক্ষুকরা আসলে ভিক্ষার টাকা পায় না, লুটপাট করে এক সিন্ডিকেট। এই সিন্ডিকেট গ্রুপের কারো কারো আবার ঢাকার শহরে ৪/৫ টা বাড়িও আছে! নানা অসংগতি আর হাস্যরসের মধ্য দিয়েই এগিয়ে চলবে এই নাটকের কাহিনী।
সামাজিক গল্পের নতুন নাটকটি নির্মিত হয়েছে বৈশাখী টেলিভিশনের জন্য। বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টায় চ্যানেলটিতে ‘কুলখানি’ নাটক প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২২
জেআইএম