ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ভিক্ষুকদের নিয়ে নাটক ‘কুলখানি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মে ১৮, ২০২২
ভিক্ষুকদের নিয়ে নাটক ‘কুলখানি’

রাজধানীর ভিক্ষুকদের কষ্টের কথা নাটকে তুলে ধরছেন নির্মাতা তারিক মুহাম্মদ হাসান। আলম নূরের গল্পে ও নিজের চিত্রনাট্য তিনি পরিচালনা করেছেন ‘কুলখানি’ নামের একটি নাটক।

 

এতে অভিনয় করেছেন অলিউল হক রুমি, আযান, টুটুল চৌধুরী প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে পরিচালক তারিক বলেন, ঢাকা শহরের অসংখ্য ভিক্ষুক নিয়েই নাটকের কাহিনী। প্রকৃত ভিক্ষুকরা আসলে ভিক্ষার টাকা পায় না, লুটপাট করে এক সিন্ডিকেট। এই সিন্ডিকেট গ্রুপের কারো কারো আবার ঢাকার শহরে ৪/৫ টা বাড়িও আছে! নানা অসংগতি আর হাস্যরসের মধ্য দিয়েই এগিয়ে চলবে এই নাটকের কাহিনী।

সামাজিক গল্পের নতুন নাটকটি নির্মিত হয়েছে বৈশাখী টেলিভিশনের জন্য। বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টায় চ্যানেলটিতে ‘কুলখানি’ নাটক প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।