ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘মহাজন’ হয়ে আসছেন বড়দা মিঠু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ২৩, ২০২২
‘মহাজন’ হয়ে আসছেন বড়দা মিঠু বড়দা মিঠু

গ্রামের এক প্রভাবশালী মহাজনের চরিত্রে হাজির হতে যাচ্ছেন অভিনেতা বড়দা মিঠু। নতুন ধারাবাহিক ‘মহাজন’-এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।

মজিবুল হক খোকন পরিচালিত নাটকটির গল্প লিখেছেন টিপু আলম মিলন। নাট্যরূপ দিয়েছেন এন ডি আকাশ। নাটকটি প্রযোজনা করেছেন ইমরান খান।  

বড়দা মিঠু ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন- রওনক হাসান, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, সোমা ফেরদৌস, রাশেদ মামুন অপু, রেবেকা, মৌমিতা মৌ, সাব্বির আহমেদ প্রমুখ।  

এর গল্প প্রসঙ্গে লেখক টিপু আলম মিলন বলেন, মহাজনের সুদের কারবারে অতিষ্ঠ হয়ে উঠে গ্রামের প্রতিটি মানুষ। চারদিকে নেমে আসে কষ্টের অমানিশা। তারা বুঝতে পারে, সুদের টাকায় মানুষের উপকারের চেয়ে অপকারই হয় বেশি। এমনকি বংশ পরম্পরায় সুদের ঘানি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গ্রামের মানুষ। ইসলামে সুদকে নিষিদ্ধ করা হয়েছে সেটা মনে প্রাণে উপলব্ধি করতে থাকে তারা।  
 
মঙ্গলবার (২৪ মে) থেকে ‘মহাজন’ ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে বৈশাখী টিভিতে। প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে এটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ২৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।