আসন্ন ঈদুল আজহার কয়েক সপ্তাহ পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা ববি হক অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’।
মঙ্গলবার (৩১ মে) সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুকে তিনি লেখেন, ‘ময়ূরাক্ষী’ আসছে… ঈদুল আজহার পর।
তিনি জানান, ঈদের আগেই সিনেমাটি ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে কমতি রাখছেন না কোনো দিক দিয়েই।
গোলাম রাব্বানীর সংলাপ ও চিত্রনাট্যে এতে ববির বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। গল্পে নিজের চরিত্রেই দেখা যাবে ববিকে।
সিনেমাটি প্রসঙ্গে ববি বলেছেন, একজন নায়িকার উত্থান-পতনের গল্পে তুলে ধরা হয়েছে এ সিনেমায়। গ্ল্যামার, ইমোশন, রিলেশনশিপের ক্রাইসিস সব আছে ‘ময়ূরাক্ষী’তে।
সিনেমায় গোলাম রাব্বানীকে দেখা যাবে পরিচালক নাবিল আহমেদ চরিত্রে। সুরভী চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা। প্রেম ও প্রতারণা এগিয়ে যাবে এর গল্প।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ৩১, ২০২২
জেআইএম