বিশ্বের প্রথম সারির সিনেমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘হয়েটস’ অন্যতম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ৫০ টিরও বেশি শহরে রয়েছে ‘হয়েটস’-এর শাখা।
নতুন এই ইতিহাসের সূচনা হচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ দিয়ে। আগামী ৮ জুন থেকে নির্মাতা অমিতাভ রেজার এই চলচ্চিত্রটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাংলাদেশি অধ্যুষিত শহরের সিনেমা হলগুলোতে পর্যায়ক্রমে মুক্তি পাবে।
ইতোমধ্যেই ‘হয়েটস’-এর ওয়েবসাইটে শোভা পাচ্ছে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের পোস্টার সম্বলিত প্রয়োজনীয় খুঁটিনাটি এবং ট্রেইলার। টিকেট কেনার ক্ষেত্রে ডাইন এন্ড ডিস্কভার এবং প্যারেন্ট ভাউচারও ব্যবহার করা যাবে।
জানা যায়, এই আয়োজন সম্ভব হয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান এবং সিনেমাটির সহযোগী প্রযোজক ‘বঙ্গজ ফিল্মস’এর নিরলস প্রচেষ্টায়।
এর আগে মে মাসে যুক্তরাষ্ট্রের ১৮ অঙ্গরাজ্যের ৫২ শহরে প্রদর্শিত হয় ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি। বাংলাদেশে এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।
‘রিকশা গার্ল’ অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমা উপহার দিয়েছিলেন। এই নির্মাতার এবারের সিনেমা নির্মিত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য অবলম্বনে। এর চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।
‘রিকশা গার্ল’ সিনেমার গল্পে উঠে আসবে ‘নাইমা’ নামের এক কিশোরী’র জীবনযুদ্ধ। নভেরা রহমান সিনেমাতে ‘নাইমা’ চরিত্রে অভিনয় করেছেন। এতে আরো রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এ্যালেন শুভ্র ও অন্যরা।
ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ‘রিকশা গার্ল’।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এনএটি