সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের সংখ্যা বেড়েই চলছে। এ ঘটনায় শোকের চাদরে ঢেকে গেছে গোটা দেশ।
ঢালিউডের সুপারস্টার শাকিব খান, চিত্রনায়ক ওমর সানী, আরিফিন শুভ, তমা মির্জা, জাহারা মিতু, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিন, জিয়াউল ফারুক অপূর্ব, বাঁধন, তানভীন সুইটি, জিয়াউল হক পলাশ, আসিফ আকবর, ইমরান মাহমুদুলসহ শোবিজের প্রায় অনেক তারকাই আহতদের রক্তদান করতে ও তাদের সাহায্যের স্থানীয় এবং এবং অন্যান্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিস্ফোরণে আহতদের পাশে দাঁড়াতে শোবিজের তারকাদের অনেকেই লেখেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অনেক রক্তের প্রয়োজন হতে পারে। স্থানীয়রা দয়া করে রক্তদানে এগিয়ে আসুন। ’
আবার অনেকেই নিজেদের ফেসবুক পেজে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের নাম ও মোবাইল নম্বর শেয়ার করেছেন।
শনিবার রাতে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সরব রয়েছেন তারকারা। সামাজিকমাধ্যমে জানাচ্ছেন শোক প্রকাশের পাশাপাশি আহতদের জন্য সাহায্য চেয়ে মানবিক পোস্ট।
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত সবশেষ খবর অনুযায়ী সীতাকুণ্ডের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বিষয়টি জানান।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বাংলানিউজকে জানান, এখনও উদ্ধার অভিযান চলছে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। রোববার (৫ জুন) সকালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, আগুন নেভাতে সমস্যা হচ্ছে। ডিপোতে বিপুল পরিমাণ ‘হাইড্রোজেন পার অক্সাইড’ দাহ্য রাসায়নিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এনএটি/জেআইএম