ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সীতাকুণ্ড ট্রাজেডি: ‘হাওয়া’র ট্রেলার প্রকাশ স্থগিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুন ৫, ২০২২
সীতাকুণ্ড ট্রাজেডি: ‘হাওয়া’র ট্রেলার প্রকাশ স্থগিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণে শোকে কাতর শোবিজ অঙ্গনও।

এমন দুর্যোগে প্রতীক্ষিত ‘হাওয়া’ সিনেমার ট্রেলার প্রকাশ স্থগিত করেছেন সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান সুমন।

আগেই ঘোষণা করা হয়েছিল, রোববার (৫ জুন) প্রকাশ পাবে ‘হাওয়া’র ট্রেলার। কিন্তু শনিবার (৪ জুন) দিনগত রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সিনেমাটির ট্রেলার প্রকাশ স্থগিত করা হয়েছে।

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় নিহতদের স্মরণ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা।

মেজবাউর রহমান সুমন বলেন, ‘সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা মর্মাহত। তাই ‘হাওয়া’ সিনেমার ট্রেলার প্রকাশ করছি না। ’

ট্রেলার মুক্তির নতুন তারিখ পরে জানানো হবে বলেও উল্লেখ্য করেন তিনি।

মেজবাউর রহমান সুমনের কাহিনী ও সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও পরিচালক নিজেও।  

এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম ও বাবলু বোস।  

চলচ্চিত্রটির আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব ও গানের সঙ্গীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।  

চলচ্চিত্রটি নির্মাণ করেছে ফেসকার্ড প্রোডাকশন ও প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুন ০৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।