ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জেকের সংগীতে কণার কণ্ঠে ‘চিংকি পিংকি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ১১, ২০২২
জেকের সংগীতে কণার কণ্ঠে ‘চিংকি পিংকি’

প্রথমবার অভিনেত্রী তানজিন তিশা দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আসন্ন ঈদুল আজহায় রুবেল হাসানের ‘চিংকি পিংকি’ নাটকে একসঙ্গে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

 

এই নাটকের টাইটেল গান ‘চিংকি পিংকি’-এ কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা। লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাকের খান মজলিশ (জে.কে)।

গানটি প্রসঙ্গে কণা বলেন, ‘গানটির কথা বেশ মজার। জেকে ভাই ভালো সংগীত পরিচালক। আর নাটকে যেহেতু তানজিন তিশা তাই গানটি প্রকাশের পর এগিয়ে থাকবে বলে বিশ্বাস। ’

জে. কে. বলেন, গানটি বেশ চ্যালেঞ্জের ছিল। তিশার দুটি চরিত্রই এই গানে ঠোঁট মেলাবে। তাই সুরে ব্যতিক্রম রাখতে হয়েছে। কণাকেও দুই ভাবে কণ্ঠ দিতে হয়েছে। তবে রেকর্ডিং শেষে মনে হয়েছে আমি পেরেছি। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার শাহেদ আলী পাপ্পু ভাই গানটি শুনেছেন। খুশিও হয়েছেন। এখন দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমি খুশি। ’

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ১১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।