ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার হিরো আলমের কণ্ঠে ‘পদ্মা সেতু’র গান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এবার হিরো আলমের কণ্ঠে ‘পদ্মা সেতু’র গান হিরো আলম

সম্প্রতি রবীন্দ্রসংগীত গেয়ে তোপের মুখে পড়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার বিরুদ্ধে অপসংস্কৃতি ছড়ানো হচ্ছে- এমন অভিযোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও হয়।

তবে সেসবকে পাত্তা দেন না হিরো আলম। এবার পদ্মা সেতু নিয়ে নতুন একটি গান করেছেন তিনি।

‘পদ্মা সেতুর গান, শেখ হাসিনার জয় গান, পদ্মা সেতুর গান, বাঙালির জয়গান; জয় হলো আজ বাংলাদেশের, বিশ্ববাসী আজ তাকিয়ে দেখে; বঙ্গবন্ধুর সোনার দেশে একটি পদ্মা সেতু দাঁড়িয়ে আছে...’ এমন কথার গানটি এখনো প্রকাশ করা হয়নি।

রোববার (১৯ জুন) মাওয়া এলাকায় গানটির শুটিং চলছে বলে জানান হিরো আলম। তিনি আরো জানান, শুটিংয়ের পর এডিটিংয়ের কাজ করেই ভিডিওটা প্রকাশ করা হবে।  

গানটির গাওয়ার বিষয়ে হিরো আলম বলেন, ‘পদ্মা সেতু নিয়ে গান গাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু ভক্তদের অনুরোধ গানটি গেয়েছি। আশা করি আমার ভক্তরা গানটি পছন্দ করবেন। ’

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।