সম্প্রতি রবীন্দ্রসংগীত গেয়ে তোপের মুখে পড়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার বিরুদ্ধে অপসংস্কৃতি ছড়ানো হচ্ছে- এমন অভিযোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও হয়।
তবে সেসবকে পাত্তা দেন না হিরো আলম। এবার পদ্মা সেতু নিয়ে নতুন একটি গান করেছেন তিনি।
‘পদ্মা সেতুর গান, শেখ হাসিনার জয় গান, পদ্মা সেতুর গান, বাঙালির জয়গান; জয় হলো আজ বাংলাদেশের, বিশ্ববাসী আজ তাকিয়ে দেখে; বঙ্গবন্ধুর সোনার দেশে একটি পদ্মা সেতু দাঁড়িয়ে আছে...’ এমন কথার গানটি এখনো প্রকাশ করা হয়নি।
রোববার (১৯ জুন) মাওয়া এলাকায় গানটির শুটিং চলছে বলে জানান হিরো আলম। তিনি আরো জানান, শুটিংয়ের পর এডিটিংয়ের কাজ করেই ভিডিওটা প্রকাশ করা হবে।
গানটির গাওয়ার বিষয়ে হিরো আলম বলেন, ‘পদ্মা সেতু নিয়ে গান গাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু ভক্তদের অনুরোধ গানটি গেয়েছি। আশা করি আমার ভক্তরা গানটি পছন্দ করবেন। ’
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এনএটি