ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

কঠিন সিদ্ধান্তে মীর, ইতি টানলেন ২৭ বছরের সম্পর্কে

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ১, ২০২২
কঠিন সিদ্ধান্তে মীর, ইতি টানলেন ২৭ বছরের সম্পর্কে মীর আফসার আলি

ভারতের পশ্চিমবঙ্গের রেডিও জকি, সঞ্চালক ও অভিনেতা মীর আফসার আলি। শুক্রবার (১ জুলাই) এক দুঃসংবাদ দিলেন তিনি।

এবার থেকে রেডিও মির্চিতে আর শোনা যাবে না তার কণ্ঠ। রেডিও মির্চির সঙ্গে ২৭ বছরের সম্পর্ক এখানেই শেষ করলেন তিনি!

পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে মীর মানেই রেডিও মির্চি। এই রেডিও চ্যানেলে ১৯৯৪ সালের ৬ আগস্ট যোগ দিয়েছিলেন মীর। এরপর থেকেই শহর কলকাতার ঘুম ভাঙতো মীরের কণ্ঠে সুপ্রভাত শুনে।  

কিন্তু শুক্রবার (১ জুলাই) আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তার প্রথম দিনের ছবি শেয়ার করেন সামাজিকমাধ্যমে। সেখানেই তার আক্ষেপ, ‘কষ্ট হচ্ছে। ’ শ্রোতাদেরও ধন্যবাদ জানিয়েছেন এত বছর তাকে শোনার জন্য। তবে পাশাপাশি মীর স্পষ্ট জানিয়ে দেন, ‘মির্চি ছেড়েছি। রেডিও নয়। ’

তাহলে কি এবার নতুন কোনও রেডিও স্টেশনে শোনা যাবে মীরের কণ্ঠ? নাকি নিজেই শুরু করবেন নয়া স্টেশন? এসব প্রশ্নের উত্তর এখনও অধরা। কারণ এ নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।