দবির মিয়া এক মেয়ের ভালোবাসা পাবার জন্য ব্যাকুল। তার ধারনা মেয়েটি যদি একবার বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি’ তাহলেই পুরো পৃথিবীটা জয় করতে পারবেন তিনি।
কিন্তু ভালোবাসতেও নাকি যোগ্যতা লাগে! সে অর্থে কিছুই নেই দবির মিয়ার! এই নিয়ে প্রতিদিন মেয়েটি দবিরকে কটাক্ষ করেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেন। একদিন মেয়েটি দবিরকে শর্ত দেয় -সাত তলার ভবন থেকে লাফ দিতে! যদি তিনি পারেন তাহলে দবির যা বলবে তাই মেনে নেবেন মেয়েটি!
এমন কঠিন শর্তে কী করেন দবির মিয়া? তা-ই দেখা যাবে রেজানুর রহমান পরিচালিত ঈদের নাটকের ‘দবির মিয়ার সুখ দুঃখ’-এ।
নাটকটিতে দবির মিয়ার চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন। আরো রয়েছে- স্বাগতা, জিয়াউল হাসান কিসলু, মিলি বাসার, অলিউল হক রুমিসহ বিভিন্ন নাট্য সংগঠনের এক ঝাঁক তরুণ কর্মী।
নির্মাতা জানান, চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে ‘দবির সাহেবের সুখ দুঃখ’ প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
জেআইএম