দীর্ঘ অভিনয় ক্যারিয়ার পাড়ি দিয়ে এবার পরিচালক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার প্রথম সিনেমার নাম ‘কলকাতা ৯৬’।
রাহুল নিজের পরিচালিত প্রথম সিনেমার গল্প ক্রিকেটকে কেন্দ্র করে নিজেই লিখেছেন। সম্প্রতি সৌরভ গাঙ্গুলির জন্মদিনে সিনেমাটির লোগোও প্রকাশ করেছেন তিনি।
অবশ্য সিনেমাটি পরিচালনা নিয়ে দর্শকদের সরাসরি কিছুই বলেননি রাহুল। অন্যদিকে ধোঁয়াশা রেখে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে ঋত্বিক প্রশ্ন করেন, ‘‘আমার নতুন সিনেমা ‘কলকাতা-৯৬’। আমাদের চারজনের মধ্যে কে পরিচালক জানেন?’’
ছবিটিতে দেখা যাচ্ছে রাহুল, ঋত্বিক, সোহিনি ও প্রযোজক রানা সরকার পাশাপাশি বসে রয়েছেন।
জানা যায়, ১৯৯৬-এ লর্ডসে সৌরভ গাঙ্গুলির অবিস্মরণীয় সেঞ্চুরির কথা মনে করিয়ে দেবে ‘কলকাতা-৯৬’। সালের উল্লেখ করতেই সিনেমার নামে রাখা হয়েছে ৯৬ সংখ্যাটি। তবে এটি সৌরভের বায়োপিক নয়।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরো দেখা যাবে কৌশিক সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, লামা হালদারকে। অন্যদিকে এই সিনেমা দিয়েই রুপালী পর্দায় হাতেখড়ি হচ্ছে রাহুলপুত্র সহজের।
জুলাইয়ের শেষের দিকে ‘কলকাতা ৯৬’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
জেআইএম