ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মধ্য রাতে হাসপাতালে গিয়ে আহত নৃত্যশিল্পীকে রক্ত দিলেন বাপ্পি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০২২
মধ্য রাতে হাসপাতালে গিয়ে আহত নৃত্যশিল্পীকে রক্ত দিলেন বাপ্পি বাপ্পি চৌধুরী

ঢাকা: মধ্য রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নৃত্যশিল্পীকে রক্ত দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সোমবার (০৮ আগস্ট) দিনগত রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে ঝর্ণা নামের এক ফ্রিলেন্স নৃত্যশিল্পীকে রক্ত দেন এই তারকা।

এর আগে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন নৃত্যশিল্পী দম্পতি রিপন ও ঝর্ণা। তারা দুজনই শুটিং শেষ করে রিকশা করে বাসায় ফিরছিলেন।

ঘটনাটি জানিয়ে নৃত্যপরিচালক হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন,  ‘রিপন ও ঝর্ণা ফ্রিলেন্স নৃত্যশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমার সঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তারা। সোমবার মধ্য রাতে একটি শুটিং শেষ করে রিকশায় করে তারা বাসায় ফিরছিলেন। তখন পেছন থেকে তাদেরকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা দু’জনই। এরপর পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ’

সড়ক দুর্ঘটনায় আহত নৃত্যশিল্পী দম্পতি রিপন ও ঝর্ণা 

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনায় ঝর্ণার বাম পা ভেঙে যায় ও রগ ছিঁড়ে যায়। জরুরিভিত্তিতে তার অস্ত্রোপচারের জন্য রক্তের প্রয়োজন ছিল। আমিসহ আমার অনেক সহকর্মী বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়। এরপর বাপ্পি ভাই জানতে পেরে সঙ্গে সঙ্গে রাত ১টার দিকে হাসপাতালে ছুটে আসেন। তিনি রক্ত দেওয়ার পরই ঝর্ণার অস্ত্রোপচার হয়। ’

হাবিব আরো জানান, ঝর্ণা পঙ্গু হাসপাতালে ভর্তি হলেও তার স্বামী ভর্তি হয়েছেন ঢাকা মেডিক্যালে। বর্তমানে তাদের দুজনের অবস্থাই স্থিতিশীল।

বাপ্পির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাবিব বলেন, ‘রক্ত দিলে কোনো ক্ষতি নেই জেনেও অনেকে ঝামেলা মনে করে রাতবিরাতে রক্ত দিতে চান না। কিন্তু বাপ্পি ভাই একজন বড় তারকা হয়েও মানবিকতার পরিচয় দিয়েছেন। তিনি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়ালেন এতে আমাদের নৃত্যশিল্পীরা তার প্রতি ঋণী হয়ে থাকবে। বাপ্পি ভাইকে অনেক ধন্যবাদ বিপদে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। ’

জানা যায়, ঘাতক মাইক্রোবাসটি ও এর চালককে আটক করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।