ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
তনুশ্রী চক্রবর্তী বলেন, ‘আমার পাইলোনেফ্রাইটিস হয়েছে। এটি আসলে কিডনির সংক্রমণ। শনিবার হাসপাতালে ভর্তি হয়েছি। আমি এখন আউট অব ডেঞ্জার; অনেকটাই ভালো আছি। ’
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, পাইলোনেফ্রাইটিস একটি কঠিন সংক্রমণ। রোগীকে অনেকটা কাবু করে দিতে পারে। এই সংক্রমণে জ্বর আসে। যেকোনো সংক্রমণেই যেটা হতে থাকে; সেই সঙ্গে ব্লাড প্যারামিটারে পরিবর্তন লক্ষ্য করা যায়।
একই সঙ্গে তলপেটে মারাত্মক ব্যথা অনুভূত হয়। এমন পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে ভর্তি করা ছাড়া আর কোনো উপায় থাকে না।
২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’র মতো দর্শকপ্রিয় সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রী।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এনএটি