ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনেতা বাবা কৃষ্ণাকে হারালেন সুপারস্টার মহেশ বাবু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
অভিনেতা বাবা কৃষ্ণাকে হারালেন  সুপারস্টার মহেশ বাবু ছেলে মহেশ বাবুর সঙ্গে কৃষ্ণার এই ছবি এখন শুধুই ছবি

মহেশ বাবুর বাবা, দক্ষিণের প্রবীণ অভিনেতা কৃষ্ণা (৭৯ )মারা গেছেন। রোববার (১৩ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই গুণী অভিনেতা।

পরে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কৃষ্ণার পুরো নাম ঘটামানেনি শিব রামা কৃষ্ণমূর্তি। ইন্ডাস্ট্রিতে তিনি কৃষ্ণা নামেই পরিচিত ছিলেন। ১৯৬৫ সালে‘থেনে মানাসুলু’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।   আদুর্তি সুব্বা রাও পরিচালিত সেই সিনেমা ব্যাবসায়িকভাবে সফল হয়েছিল। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ দশক ধরে বিভিন্ন চরিত্রে ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। তার কয়েকটি ব্লকবাস্টার সিনেমা হলো গুদাচারী ১১৬, মারাপুরানি কথা, মাঞ্চি কুটুম্বম, অথাগারু কোথাকোডালু, উন্দাম্মা বোট্টু পেদাথা। এ ছাড়াও বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।  

ছেলে মহেশ বাবুর সঙ্গেও প্রায় ২৫টি সিনেমায় কাজ করেছেন তিনি। বাবা ও ছেলের জুটি ছিল বেশ জনপ্রিয়। তারা নিদা, আন্না থামমুডু, গুদাচারি ১১৭ এবং পোরাতামের মতো সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন তারা। প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।