ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফিচার

কৃষক থেকে রাবারম্যান!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, মে ২৮, ২০১৫
কৃষক থেকে রাবারম্যান! ছবি: সংগৃহীত

ঢাকা: নাম রামেহর পুনিয়া। কিন্তু পরিচিত রবারম্যান নামে।

ইচ্ছে হলেই শরীরকে রাবারের মতো টুইস্ট করতে পারেন তিনি। দুই কাঁধকে একত্র করে সামনে নিয়ে আসা তার কাছে কোনো বিষয়ই নয়!


পেশায় কৃষক হলেও কঠোর অনুশীলন তাকে বিশ্বের দরবারে জনপ্রিয় করে তুলেছে।   ইতোমধ্যে ৩৫ বছর বয়সী পুনিয়া গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। দুই কাঁধের মাঝে এক মিনিটে ৬০টি সিডি রেখে ভেঙে এই রেকর্ড গড়েন তিনি।
পুনিয়ার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এতটাই নমনীয়, সহজেই তিনি বাম হাত দিয়ে গলা পেঁচিয়ে নিজের বাম কান পর্যন্ত স্পর্শ করতে পারেন।


পুনিয়া জানান, স্কুলে পড়া অবস্থাতেই তিনি দৃঢ় সংকল্প করেন গিনেস ওয়ার্ল্ড রেডর্ক গড়ার। দীর্ঘদিনের প্রশিক্ষণ ও প্রগাঢ় অনুশীলন আজ তাকে এনে দিয়েছে এই সম্মান।  


২০১১ সালে কাঁধের মাধ্যমে মিনিটে ৪১টি সিডি ভেঙে প্রথম গিনেস রেকর্ড গড়েন তিনি। আরও ভালো রেকর্ড গড়তে তিনি কৃষিকাজের ফাঁকে চার ঘণ্টা করে প্রাকটিস শুরু করেন।

পরবর্তীতে এক মিনিটে দ্রুততার সঙ্গে ৬০টি সিডি ভেঙে গড়েন সর্বশেষ এই  রেকর্ড।


বর্তমানে ভারতের পানিপথের বাসিন্দা পুনিয়া ‌ইতালিসহ দেশ-বিদেশের বহু স্থনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দেখাচ্ছেন তার দক্ষতা।
 
তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।