ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফিচার

পালাবি কোথায়!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
পালাবি কোথায়!

ঢাকা: আফ্রিকার সাভানা ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল। খরখরে শুষ্ক আবহাওয়া।

পাতাহীন গাছের ডালে চিন্তিত মুখে বসে এক বন্য বিড়াল। শিকারির থাবা থেকে বাঁচতে গাছে চড়েও রেহাই নেই তার। শিকারি ক্রমেই গাছের ডাল বেয়ে ওপরে উঠে আসছে। অতঃপর প্রাণ বাঁচাতে আর মাত্র একটি পথই খোলা। তা হলো শূন্যে ঝাঁপ!

শিকারি বিড়াল ক্যারাকলের হাত থেকে রেহাই পেতে সত্যি সত্যিই মাটিতে ল‍াফ দিলো বদামি বিড়ালটি। তবে কোনো আঁচড় না লেগেই একশো ফুট নিচে মাটিতে পড়লো সে। ক্যারাকল ডেজার্ট লিনাক্স নামেও পরিচিত।

এই অসম্ভব চিত্তাকর্ষক ছবিগুলো দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানার সীমান্তবর্তী কিগালাগাদি ট্রান্সফ্রন্টিয়ার পার্ক থেকে তোলা।

শিকার ও শিকারির এ ছবিগুলো তুলেছেন টিয়ান স্টেনবার্গ।

তবে মজার বিষয়,  ক্যারাকলটি ছিলো বন্য বিড়ালটির চেয়ে তিন গুণ বেশি বড়। সে তো পারতো আরও বড় লাফ দিয়ে পছন্দের খাবারটি খেতে! কিন্তু শিকার বাতাসের গতির সঙ্গে সঙ্গে শিকার  হারিয়ে যাওয়ার পর সে একা পাতাশূন্য গাছের ডালে ঠাঁয় বসে রইলো। দুপুরের অ‍াহার বুঝি এভাবেই হাতছাড়া হলো তার।  

ক্যারাকল লম্বায় প্রায় সাড়ে তিন ফুট। আফ্রিকা, এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতে এদের বেশি দেখা যায়। এদের খাদ্যতালিকায় ছোট পোকামাকড় থেকে শুরু করে সাপ ও বড় স্তন্যপায়ী প্রাণীও রয়েছে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।