ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।
২১ আগস্ট ২০১৫, শুক্রবার। ০৬ ভাদ্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১৯১১- লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ চুরি হয়।
• ১৯১৫– ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
• ১৯৩৭- চীন-সোভিয়েত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৯৯১- এস্তোনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে।
• ২০০৪- ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড বিস্ফোরণে ২৪ জন মর্মান্তিকভাবে নিহত হয়।
মৃত্যু
• ১৬১৩- বাংলার শাসনকর্তা ইসলাম খান।
• ১৬১৩- বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ।
• ১৯৪৩ - সাহিত্যে নোবেলজয়ী ডেনিশ লেখক হেইনরিক পন্টোপপিডান।
• ২০০৬- ভারতের বিখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খান।
তথ্যসূত্র: ইন্টারনেট।
গ্রন্থনা: সানজিদা সামরিন।
বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এসএস
** মোনালিসার হাসির রহস্য উন্মোচন