ঢাকা: প্রাইভেটকার চালাচ্ছিলেন তামারা নামে এক নারী। জ্বালানি তেলের দরকার হলে তিনি পথের পাশের একটি পাম্পে দাঁড়ালেন।
মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সড়কের পাশে এ ঘটনা ঘটেছে।
এরপর সাপটি গাড়ির ভেতরে কোথায় রয়েছে ও তা খুঁজে বের করে আনার জন্য সাপধরা বিশেষজ্ঞ রিচি গিলবার্টকে খবর দেন।
সাপটি গাড়ির বনেটের ভেতরে লুকিয়ে আছে বলে জানতে পারেন তিনি। এরপর লুকিয়ে থাকা সাপটি হাত দিয়ে তিনি টেনে বের করে আনেন।
পরে সেটিকে থলেতে ভরে গবেষণাগারে নিয়ে যান।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এবি