ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বানরের দখলে মেইলবক্স

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বানরের দখলে মেইলবক্স ছবি: সংগৃহীত

ঢাকা: প্রকৃতিতে ‘দুষ্টের শিরোমণি’ হিসেবে যে প্রাণিটির সবচে বেশি খ্যাতি-কুখ্যাতি, সে-প্রাণির নামটি বলে না দিলেও চটজলদি আপনি বলে দেবেন--- ‘বানর’ বা ‘বাঁদর’। আর বানর, বান্দর, আর বাঁদর--- তিনটি শব্দই কিন্তু নেতিবাচক অর্থই বহন করে।

আর তা অমূলকও নয়। সাধে কি আর বানরের ওপর দুনিয়াশুদ্ধ মানুষ আর প্রাণিরা এতো ত্যক্ত-বিরক্ত? আশেপাশে একটা বানর থাকলে মুহূর্তে আপনার জীবন অতীষ্ঠ করে তুলবে।

বানর প্রজাতির বাঁদরামিতে এবার নতুন মাত্রা যোগ করেছে এক অ্যামেরিকান বানর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘জিক’ নামের একটি পোষা বানর গত সোমবার সকালে আশপাশের বাড়িগুলোর সামনের মেইলবক্সগুলো নিজের দখলে নিয়ে নেয়। অবস্থাদৃষ্টে সংশ্লিষ্টদের মনে হয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই এই কাজে নেমেছিল সে। প্রতিটি মেইল বক্স দখলে নিয়ে সে এর ভেতরে রাখা চিঠি ও মূল্যবান ডাক বের করে নেয়।

এরপর এগুলো কুটিকুটি করে ছিঁড়েছে। এমনকি চিঠিপত্র খেতেও দেখা গেছে তাকে। এক পর্যায়ে তার এহেন কাণ্ড পথচলতি লোকেদের চোখে পড়ে যায়। তারা ব্যাপারটা পুলিশের নজরে আনে। খবর পেয়ে পুলিশ দ্রুত ছুটে এসে যখন তাকে নিবৃত্ত করেছে, ততক্ষণে মেইলবক্সগুলোর ভেতরের চিঠিপত্রের দফারফা অবস্থা।

একটা পত্রিকা এ-ব্যাপারে শিরোনাম করেছে:  ‘‘Monkey Found Eating Letters On Mailbox .’’

আর এ সংক্রান্ত প্রতিবেদনের এক জায়গায় লেখা হয়েছে ‘‘...Zeek, casually eating the contents of a mailbox in front of one of the homes.’’

স্যানফোর্ড (Sanford) এলাকার পুলিশ তার বাঁদরামির ভিডিও ফেসবুকে শেয়ার করতে ভোলেনি। তাতে এ-ও বলা হয়েছে, ‘জিক আমাদের টহল কার নিয়েও মজা করতে ছাড়েনি। টহল কারের ছাদের একটা স্ট্রিপও সে খুলে নিয়েছে: ‘‘The monkey, identified as Zeek, also "had some fun" with a police patrol car...’’

নেবে না? আমার-আপনার মতো পুলিশকে পাত্তা দেবার গরজ কি আর বানরের আছে!

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।