ঢাকা: বড় তিন চাকার গাড়ির পর এবার উঁচু চার চাকার গাড়ি বানিয়ে দ্বিতীয়বারের মতো গিনিস বুকের পাতায় নাম লেখাতে যাচ্ছেন ভারতের সুধাকর যাদভ।
ভারতীয় এ গাড়ি ডিজাইনার এবার ১৯২২ শতকের ফোর্ড ট্যুরের আদলে তৈরি করেছেন উচ্চতায় ২৬ ও লম্বায় ৫০ ফুটের একটি গাড়ি।
এর আগে, সুধাকর সবচেয়ে বড় তিন চাকার যান তৈরি করে গিনিস বুকের পাতায় নাম লিখিয়েছিলেন। তার তৈরি তিন চাকার যানটির চাকাগুলোর ব্যাস ১৭ ফুট ও লম্বায় ছিলো ৩৭ ফুটেরও বেশি।
নতুন গাড়িটি নিয়ে সুধাকার বলেন, আমরা আশা করছি, এটি বিশ্বের সবচেয়ে উঁচু গাড়ি। এটি গিনিস বুকের পাতায় উঠবে বলে আমাদের বিশ্বাস।
গাড়িটি তৈরি করতে তিনি টয়লেটের কমোড, বিলিয়ার্ড টেবিল ও লিপিস্টিক ব্যবহার করেছেন।
হায়দ্রাবাদের দক্ষিণে অবস্থিত একটি শহরে তার মালিকানাধীন একটি জাদুঘরে এই উঁচু গাড়িসহ নানা ধরনের গাড়ির দেখা মিলবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএস