ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ঘোড়ায় চড়ে সুপার মার্কেটে!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
ঘোড়ায় চড়ে সুপার মার্কেটে!

বড় শহরের অভিজাত এক সুপার মার্কেট। ধনী ক্রেতাদের ভিড় সেখানে লেগেই থাকে।

তো সুপার মার্কেটে রোজকার মতো শপিং-পাগল ধনী নরনারীরা দলে দলে কেনাকাটায় ব্যস্ত। এমন সময় এক বেরসিক ‘গাঁইয়া লোক’ গিয়ে হাজির হলো সেখানে। তা সে হাজির হতেই পারে! কিন্তু সে একা নয়, সঙ্গে নিয়ে গেল তার বিশালদেহী সাদা ঘোড়াটাকেও। না না, ঠিক বলিনি, সে আসলে ওই ঘোড়ার পিঠে সওয়ার হয়েই সোজা ঢুকে গেল চাকচিক্যময় সুপার মার্কেটের একদম ভিতরে।

কেউ কিছু বুঝে ওঠার আগেই কাণ্ডটা করে ফেলল সে। তার এহেন ভূমিকার কারণে সে হয়ে গেছে ডেইলি টেলিগ্রামের মতো বড় পত্রিকার শিরোনাম: ‘Man rides horse into Tesco supermarket’। ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ব্যালিনাসোল শহরে।

ভিডিও চিত্রে দেখা যাচ্ছে ঘোড়াটা তার খুরের ঠক্ ঠক্ শব্দ তুলে পিঠে আরোহী নিয়ে সুপার মার্কেটের দরোজার দিকে এগিয়ে যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে, এটা তার সুপার মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্য। সুপার মার্কেটে ঘোড়ার খুরের শব্দ শুনে হতবাক দোকানিরা তাকিয়ে দেখলেন সেই দৃশ্য। এ যেনবা ‘অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর’।

এই মজার ঘটনা রসিক লোকদের রসিকতা করার একটা মোক্ষম সুযোগ এনে দিয়েছে। এক রসিক তো বলেই দিয়েছেন, ‘ঘোড়াটা কেনাকাটা করতে এসে একটা ভালো মানুষ কিনে নিয়ে গেছে’।

আরেক রসিকের তীর্যক মন্তব্য: ‘আপনি একটা ঘোড়াকে টেসকোতে (সুপার মার্কেটটির নাম) নিয়ে যেতে পারেন বটে, কিন্তু তাই বলে ঘোড়াটা যদি না চায় তাহলে ওকে দিয়ে মুদি দোকানের মাল-সামান কেনাতে পারবেন না। ’

টেসকো আয়ারল্যান্ডের এক মুখপাত্র জানালেন, তারা কস্মিনকালেও ভাবতে পারেন নি যে, কোনো ক্রেতা ঘোড়ায় চড়ে সোজা অভিজাত সুপার মার্কেটে এভাবে ঢুকে পড়বেন। ঘোড়া ও ঘোড়ার সওয়ারি অবশ্য বেশিক্ষণ ছিল না। সাপ্তাহিক কেনাকাটা সেরে তারা চলেও গেছে। তাতে কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।