ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

নেপোলিয়নের নির্বাসন জীবন শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
নেপোলিয়নের নির্বাসন জীবন শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার। ৩০ আশ্বিন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৫৮২ - ইতালি ও স্পেনে গ্রেগরীয় ক্যালেন্ডার প্রবর্তন হয়।
•    ১৮১৫ - সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়নের নির্বাসন জীবন শুরু।
•    ১৯৪৫ - ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভেলের মৃত্যুদণ্ড কার্যকর।
•    ১৯৬৪ - রক্ষণশীলদের পরাজিত করে ১৩ বছর পর ব্রিটেনে লেবার পার্টির ক্ষমতারোহণ।
•    ১৯৮৫- ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস।

জন্ম
•    ১৫৪২ - মোগল সম্রাট জালালুদ্দিন আকবর।
•    ১৮৪৪ - জার্মান দার্শনিক ফ্রেডরিখ নিটশে।


মৃত্যু
•    ১৯১৭ - ডাচ নৃত্য শিল্পী মাতা হারি। প্রথম বিশ্ব যুদ্ধে জার্মানির পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফায়ারিং স্কোয়াডে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।  


তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।