ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

৩৬ ফুট লম্বা মাছ ওরফিশ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
৩৬ ফুট লম্বা মাছ ওরফিশ

ঢাকা: সমুদ্র পাড়ি দিতে গিয়ে সিন্দাবাদ পড়লো বিশাল সাপের কবলে। কথা নেই, বার্তা নেই সমুদ্রগর্ভ থেকে বিশাল সাপ উঠে এসে শুরু করলো তাণ্ডব।

তারপর ভেঙেই দিলো জাহাজ। কাল্পনিক গল্পগুলোতে এমন নানারকম কাল্পনিক দৈত্য-দানবের দেখা মেলে।

কিন্তু প্রতিটি গল্পেরই হয়তো বাস্তব ভিত্তি রয়েছে। তার প্রমাণ হলো ওরফিশ। ওরফিশ একটি সামুদ্রিক প্রাণী। দেখতে অনেকটা সাপ ও মাছের সংমিশ্রণ।

এরা সাধারণত লম্বায় সর্বোচ্চ ৩৬ ফুট হয়। অগভীর সমুদ্রের এদের বিচরণ। সাপের মতো সাঁতার কাটে অথচ মাছের মতো পাখনাও রয়েছে। চকচকে রূপালি দেহে বর্ণিল রংধনুর মতো আলোকছটা। পাখনাগুলো লাল রঙের।

দেহের গঠন বলে, ওরফিশই হয়তো প্রাচীন রূপকথার সৃষ্ট সমুদ্র দানবের প্রেরণা। কিন্তু সমুদ্র দানবের মতো বিশালদেহী হলেও ওরফিশ ক্ষতিকারক বা হিংস্র নয়। সাধারণত জলের পাঁচশো থেকে এক হাজার ফুট গভীরে এদের বিচরণ।

অগভীর জলে বাস করলেও সচরাচর এদের দেখা যায় না। নিজেদের আড়াল করে রাখতে ভালোবাসে বলে খুব কম মানুষই ওরফিশ সম্পর্কে জানেন।    

রিগেলসিডাই (Regalecidae) বর্গভুক্ত ওরফিশ বিশ্বের সবচেয়ে লম্বা অস্থিযুক্ত মাছ। এদের বৈজ্ঞানিক নাম রিগেলকাস গ্লেইন (Regalecus glesne)। ১৭৭২ সালে  প্রথম পিটার আসকেনিয়াস ওরফিশের কথা বিশ্লেষণ করেন।

বিবিসি টু এর ন্যাচারস উইয়ার্ডস্ট ইভেন্ট প্রোগামে ওরফিশের একটি বিরল ভিডিওচিত্রে দেখা গেছে, ওরফিশ উলম্বভাবে চলাফেরা করে। সাঁতার কাটার সময় এদের পৃষ্ঠদেশের পাখনা নিশ্চল অবস্থায় থাকে। সমুদ্রে সাঁতার কাটার সময় এরা জল তরঙ্গের সঙ্গে একেবারেই মিশে যায়।

লস এঞ্জেলসের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের মৎস্যবিজ্ঞান সংগ্রহ ব্যবস্থাপক রিক ফিনি জানান, ১৭শ শতাব্দীর মধ্যভাগ থেকে শুরু করে এখন পর্যন্ত ব্রিটিশ দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া, আমেরিকা, মেক্সিকো, কোস্টারিকা ও জাপানে পাঁচশোরও বেশি ওরফিশ জনসম্মুখে এসেছে।

২০১৩ সালে আমেরিকার সৈকতে দুটি মৃত ওরফিস ভেসে উঠেছিলো। এর মধ্যে একটি পাওয়া গিয়েছিলো ক্যালিয়োর্নিয়া উপকূলে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।