ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

শেয়াল পেল সেলুন-সেবা!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
শেয়াল পেল সেলুন-সেবা! ছবি: সংগৃহীত

ঢাকা: কপাল বুঝি একেই বলে! অভিজাত সেলুনে গিয়ে সেবা পেতে হলে খরচ করতে হবে গাঁটের পয়সা। চুল কাটা, শেভ করানোসহ প্রত্যেক সেলুনসেবার জন্য খরচাপাতি কম নয়।

বিশেষত উন্নত বিশ্বে। তাই এসব কাজ অনেকে ঘরে করার চেষ্টা করে থাকেন। উদ্দেশ্য স্রেফ অর্থ সাশ্রয়। অন্যসব কিছু ঘরে করা গেলেও চুলকে নতুন ফ্যাশনদুরস্ত করতে বা ছাঁটতে সেলুনে আপনাকে যেতেই হবে। যেহেতু চুল কাটার কাজটা নিজে করা যায় না। আমেরিকা-ইউরোপের মতো পুঁজিশাসিত বিশ্বে পুজিঁই আসল। টাকাই ঈশ্বর। কিন্তু এক শেয়াল ঠিকই সেলুন-সেবা পেয়েছে নিখরচায়।

একজন হেয়ার ড্রেসার চিরুনি দিয়ে একটা শেয়ালের পশম আঁচড়ে দিচ্ছেন আর আরামে শেয়ালটার চোখ বুজে আসছে বারবার- এমন দৃশ্যের একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র ৫ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটা দেখে লোকজন বেশমজাই পেয়েছে বলা যায়। তাই এটা ফেসবুক, টুইটারসহ সব জায়গায় বেশ চাউড় হয়েছে। পত্রিকার খবরে অবশ্য বলা হয়েছে, ভিডিওটা নাকি ইন্টারনেট জগতে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে: ‘This incredibly cute footage showing a fox being combed has taken the internet by storm.’

ওই প্রতিবেদনের আরেক জায়গায় লেখা হয়েছে:  This adorable clip of a fox being combed has got the whole internet saying 'awww'.

হেয়ারড্রেসার যখন শেয়ালের শরীরের চিরুনির আদর বোলাচ্ছিলেন তখন সে আরামের কথা জানান দিচ্ছিল নিজের দু’কান নেড়ে। এ সময় ওর চোখে ছিল আনন্দের দীপ্তি। লোকজন ভিডিওটা দেখে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে, শেয়ালের মতো একটা পোষ-না-মানা প্রাণির সাথে কারো এমন বন্ধুত্ব হতে পারে।

যারা দেখেছেন ভিডিওটা তারা একেকজন একেক মন্তব্য করছেন। সবার মন্তব্যের একটাই সুর, আর তা হলো এমনটা ঘটা কী করে সম্ভব। কিন্তু তারা ভুলেই গেছেন , বাস্তব অনেক সময় কল্পনাকেও ছাড়িয়ে যায়। নইলে কী আর শেয়াল যায় সেলুনে?

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।