ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও দীনবন্ধু মিত্রের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও দীনবন্ধু মিত্রের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০১ নভেম্বর ২০১৫, রবিবার। ১৭ কার্তিক, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮২১ - পানামার ভূখণ্ড স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে কলোম্বিয়ার সঙ্গে যুক্ত হয়।
•    ১৮৫৮ - ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে।
•    ১৮৬৪ - প্রথম পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।
•    ১৮৮০ - কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়।
•    ১৯২৪ - মঙ্গোলিয়ায় প্রজাতন্ত্রের জন্ম।
•    ১৯৭৯ - বলিভিয়ার সেনাবাহিনীর ক্ষমতা দখল করে।
•    ১৯৮১ - অ্যান্টিগুয়া ও বার্মুডা স্বাধীন হয়।

জন্ম
•    ১৯৬৮ - সাবেক বাংলাদেশি ক্রিকেটার আকরাম খান।

মৃত্যু
•    ১৮৭৩ - নাট্যকার দীনবন্ধু মিত্র।
•    ১৯৫০ – ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।