ততক্ষণে শেষ হয়ে গেছে দক্ষিণ কোরিয়া-পর্তুগাল ম্যাচ। নিজেদের কাজ তারা এখানে করেছেন ঠিকঠাক।
ওই সময় কিছুতেই যেন কাটছিল না দেশটির ফুটবলারদের। মাঠেই ফোনে উরুগুয়ের ম্যাচ দেখতে শুরু করেন তারা। শেষ অবধি বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছানোর খবর পান কোরিয়ার ফুটবলাররা।
ম্যাচের পর ওই মুহূর্তগুলোর কথাই শোনাচ্ছিলেন হিউং মিন সন। টটেনহ্যামের এই ফরোয়ার্ড বলেন, ‘এটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ছয় মিনিট। ’
পর্তুগাল ম্যাচ নিয়ে সন বলেছেন, ‘আমার মনে হয় আমরা ভালো ফল পেয়েছি ফুটবলারদের ঘুরে দাঁড়ানোর কল্যাণে। তারা ত্যাগ করেছে ও এক ধাপ এগিয়ে এসেছে। আমি ভেবেছিলাম সবাই এটা পারবে। কিন্তু তারা আমার ভাবনার চেয়েও ভালো করেছে। ’
ম্যাচের পর কাঁদতেও দেখা যায় সনকে। এশিয়ার সবচেয়ে বড় তারকার কান্নার ছবি ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশ সময় : ১৩১২ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০২২
এমএইচবি