কন্ডিশনিং ক্যাম্প করতে এখন সৌদি আরবে আছে বাংলাদেশ ফুটবল দল। সেখানেই সুদানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা।
দলের ফুটবলারদের প্রশংসা করে কোচ বলেন, 'প্রথম পরীক্ষায় ইতিবাচক পারফরম্যান্স করেছে দল। এই ধরনের ম্যাচে ফলাফল কোন মুখ্য বিষয় না। এই ম্যাচে দেখতে চেয়েছিলাম, গত সাত দিনের অনুশীলনে আমরা কতটা কী করতে পারলাম। '
'এটা খুবই ইতিবাচক পারফরম্যান্স ছিল। সবাই ভালো করেছে। ২৪ জন মাঠে খেলার সুযোগ পেয়েছে। আরো একটি ম্যাচ আছে। আগামীকাল (আজ) বিশ্রাম। পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে এখন। '
প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা ও গোলরক্ষক মিতুল মারমা। হালকা চোটে ভুগছেন তারা। তবে আগামীকাল থেকেই অনুশীলনে ফেরার কথা রয়েছে। এদিকে আগামী ১৪ মার্চ ফের সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
এএইচএস