ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

টানা ২৮ জয়ে বিশ্বরেকর্ড গড়ল নেইমারের আল হিলাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
টানা ২৮ জয়ে বিশ্বরেকর্ড গড়ল নেইমারের আল হিলাল

শীর্ষ পর্যায়ের লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল।  

মঙ্গলবার জেদ্দার কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নশিপ লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে স্বদেশী আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আল হিলাল।

যা তাদের টানা ২৮তম জয়।  

২০১৬-২০১৭ মৌসুমে ওয়েলশের ক্লাব দ্য নিউ সেন্টস টানা ২৭ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল। ১৯৭১-৭২ মৌসুমে ডাচ ক্লাব আয়াক্সের গড়া টানা ২৬ ম্যাচ জেতার রেকর্ড ভাঙে সেন্টস। এবার তাদের রেকর্ড ভাঙলো আল হিলাল। গত বছর ২১ সেপ্টেম্বর লিগের ম্যাচে দামাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। এরপর থেকে টানা জিতেই চলেছে পর্তুগিজ কোচ হোর্হে জেসুসের দল। লিগে ১৬টি, কাপ প্রতিযোগিতায় ৩টি এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে টানা ৯ ম্যাচ জিতেছে তারা।

এর আগে গত শুক্রবার সৌদি প্রো লিগে আল রিয়াদকে ৩-১ গোলে হারিয়ে সেন্টসের রেকর্ডে ভাগ বসিয়েছিল আল হিলাল। এরপর আল ইত্তিহাদকে হারিয়ে রেকর্ডটি নিজেদের দখলে নিল এএফসি চ্যাম্পিয়নস লিগের সফলতম এই ক্লাব। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের বড় জয়ে আসরের সেমিফাইনালেও উঠেছে আল হিলাল। ফিরতি লেগে দলটির হয়ে গোল করেন আল শাহরানি ও ম্যালকম।  

আল হিলালের এই রেকর্ড-গড়া জয় গ্যালারিতে বসে উপভোগ করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। দলের ২৮ জয়ের ধারায় সঙ্গী নেইমারও। গত গ্রীষ্মে প্রায় ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি'তে পিএসজি ছেড়ে আল হিলালে পাড়ি জমানোর পর মাত্র দুই ম্যাচ মাঠে নেমেছেন তিনি। গত বছর আল শাবাব ও নাসাজি মাজানদারানের বিপক্ষে খেলেছেন এই সাবেক বার্সা তারকা।  

কিন্তু গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে পায়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন নেইমার। সম্প্রতি চোট কাটিয়ে সৌদি আরবে ফিরেছেন তিনি। তবে এখনও মাঠে নামার মতো ফিট নন তিনি। শিগগিরই হয়তো তাকে মাঠে দেখা যাবে। যদিও তার অনুপস্থিতি আল হিলালের জয়যাত্রায় কোনো প্রভাব ফেলছে না। সৌদি প্রো লিগের টেবিলে এরইমধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরের চেয়ে ১২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আল হিলাল।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।