ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এক বছর পর ব্রাজিলের শীর্ষ লিগে ফিরল সান্তোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এক বছর পর ব্রাজিলের শীর্ষ লিগে ফিরল সান্তোস

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের ইতিহাস অনেক লম্বা। এই ক্লাবকে বলা হয় কিংবদন্তি পেলের ক্লাব।

যেখানে তিনি পুরো ক্যারিয়ার কাটিয়েছেন। যেখান থেকে উঠে এসেছে নেইমার, কাকার মতো তারকারা। সেই ক্লাবই গত বছর নেমে গিয়েছিল ব্রাজিলিয়ান শীর্ষ লিগ থেকে। তবে নিজেদের আগের খ্যাতি পুনরুদ্ধার করলো তারা। ফিরেছে শীর্ষ লিগে।

গতকাল ব্রাজিলিয়ান বি লিগে করিচিবাকে ২-০ ব্যবধানে শীর্ষ লিগে ফেরা নিশ্চিত করে সান্তোস। ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্টে শীর্ষে থেকে মৌসুম শেষ করে তারা। সঙ্গে নিজেদের ১১২ বছর পূর্তির উপলক্ষও পেল তারা। ম্যাচ শেষে নিজেদের অনুভূতি প্রকাশ করেন ক্লাবটির ফরোয়ার্ড গিলেইয়ের্মে সান্তোসের।

তিনি বলেন, ‘ইতিহাস গড়ার আনন্দ এটি… সম্মান ও উল্লাসের উৎস এই জয়। সত্যিই কঠিন একটি বছর ছিল। সমর্থকদের এই সাফল্য প্রাপ্য। প্রতিটি সদস্যা, কোচিং স্টাফ, বোর্ড পরিচালক… সবারই প্রাপ্য। আমি ভাষা হারিয়ে ফেলেছি…। ’

ইতিহাস গড়ার কথা জানিয়ে মিডফিল্ডার জোয়াও স্মিশ্চ বলেন, ‘এই ক্লাবের ইতিহাসের সবচেয়ে কঠিন বছর ছিল এটি। অনেক সাহসিকতা.. অনেক চেষ্টার পর অভিযান সফল হয়েছে আমাদের। এখন আমরা শিরোপার অপেক্ষায় আছি। ’

ব্রাজিলিয়ান এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে। তবে পেলে যোগ দেওয়ার পর ধীরে ধীরে বাড়তে থাকে ক্লাবের খ্যাতি। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত ক্যারিয়ার পুরো সময় এই ক্লাবেই কাটান ব্রাজিলিয়ান কিংবদন্তি। তার সময়ে ১০টি রাজ্য শিরোপার পাশাপাশি ব্রাজিলিয়ান লিগে ৬টি শিরোপা জয় করে ক্লাবটি। এছাড়া ১৯৬১ থেকে ১৯৬৫ পর্যন্ত তারা ছিল টানা চ্যাম্পিয়ন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।