ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লেস্টার সিটির নতুন কোচ নিস্টলরয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
লেস্টার সিটির নতুন কোচ নিস্টলরয়

ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন এরিক টেন হাগের সহকারী হিসেবে। টেন হাগ বিদায় নেওয়ার পরও চেয়েছিলেন এখানেই থাকতে।

তবে পারেননি। দায়িত্ব ছাড়ার খুব বেশিদিন হয়নি। এর মধ্যে ফের কোচিংয়ে ফিরেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির প্রধান কোচ হয়েছেন রুড ফন নিস্টলরয়।

গত রোববার স্টিভ কুপারকে বরখাস্ত করে লেস্টার সিটি। গতকাল (শুক্রবার) নতুন কোচ হিসেবে নিস্টলরয়কে নেওয়ার কথা জানায় তারা। ২০২৭ সাল পর্যন্ত সাবেক এই নেদারল্যান্ডস ও ম্যানচেস্টার ইউনাইটেডে ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি।  

লেস্টার সিটির কোচ হয়ে উচ্ছ্বসিত নিস্টলরয়। তিনি বলেন, ‘আমি গর্বিত ও রোমাঞ্চিত। লেস্টার সিটি ফুটবল ক্লাব নিয়ে যাদের সঙ্গেই কথা বলেছি, সবাই খুব উৎসাহ দিয়েছে। এই ক্লাবে কাজ করা মানুষগুলোর মান ও ক্লাবের সমর্থকদের নিয়ে দারুণ সব গল্প আছে এবং অবশ্যই ক্লাবের সাম্প্রতিক অতীতও দারুণ। ’

চলতি মৌসুমে লেস্টার সিটি নেই খুব একটা ভালো অবস্থানে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে আছে তারা। টানা বাজে পারফরম্যান্সের কারণেই কোচকে বরখাস্ত করে তারা। এই দলকেই এখন টেনে তুলতে হবে নিস্টলরয়কে।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।