ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে ভালো খেলার লক্ষ্য কাবরেরার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
ঘরের মাঠে ভালো খেলার লক্ষ্য কাবরেরার

২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্বের ড্র আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। ড্র'তে একই গ্রুপে পরেছে বাংলাদেশ-ভারত।

দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে এখন থেকেই উত্তেজনার রেনু ছড়াচ্ছে। বাছাই পর্বের ম্যাচগুলো হোম-অ্যাওয়ে ভিত্তিতে হবে। ঘরের মাঠ হওয়ায় আশা দেখছেন হাভিয়ের কাবরেরা।  

র‌্যাংকিং অনুযায়ী পট-৪ এ জায়গা হয় বাংলাদেশের। ড্রয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। গ্রুপের চার দলের মধ্যে ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ, ১৮৫তম। সবার উপরে রয়েছে ভারত।  

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে কারবেরা বলেন, ‌‘খুব রোমাঞ্চকর একটি গ্রুপ হয়েছে। চ্যালেঞ্জিংও কিন্তু, আমি মনে করি এটি একটি খুব আকর্ষণীয় গ্রুপ। আকর্ষণীয় এই অর্থে যে আমাদের তিনটি দল রয়েছে এবং আমাদের ছয়টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। ম্যাচগুলো হোম অ্যাওয়ে ভিত্তিতে হবে। আমরা ঘরের মাঠে ম্যাচ গুলোতে জয়ের আশা করতে পারি। ’

‘আমরা জানি যে আমরা ঘরের মাঠে আমরা খুব শক্তিশালী এবং এটি আমাদের সবচেয়ে বড় শক্তি হবে। আমাদের খুব নির্ভরযোগ্য হতে হবে আমাদের ঘরের ম্যাচগুলোতে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আমরা ভালো করেছি। আমরা যাদের মোকাবেলা করতে যাচ্ছি তারা আমাদের চাইতে শক্তিশালী। তাই অবশ্যই বাংলাদেশের জন্য প্রথম টার্গেট হতে হবে ঘরের ম্যাচগুলোতে সব পয়েন্ট পাওয়া এবং অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট না খোয়ানো। ’

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে এখন থেকেই এক চাপা উত্তেজনা বিরাজ করছে। দুই দলের মাঠের লড়াইয়ের পাশাপাশি ভৌগলিক এবং রাজনৈতিক কারণে ম্যাচটির বিষেশ তাৎপর্য রয়েছে। কাবরেরা বলেন, ‌‘ভারতের বিপক্ষে আমাদের ভালো খেলার সুযোগ আছে। আমার মনে হয় দলের সকলেই খেলোয়াড় থেকে শুরু করে অফিশিয়াল সকলেই তাদের বিপক্ষে খেলার জন্য একটি দীর্ঘ সময়ের জন্য উন্মুখ হয়ে অপেক্ষায়। অসাধারণ ম্যাচ হবে আমাদের জন্য। ;

মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও দুই দলের সবশেষ দেখার রেকর্ড আশা জাগানিয়া। ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-১ ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে এগিয়ে থেকে ১-১ ড্র করেছিল দল।

গ্রুপে সব দল শক্তিশালী হলেও নিজেদের নিয়ে আশা দেখছেন কাবরেরা। তিনি বলেন, ‌‘আমরা পট ৩ এ থাকলে আরও সহজ প্রতিপক্ষ পেতে পারতাম। তবে আমি মনে করি এই গ্রুপও দারুণ হয়েছে। এখনও নিশ্চিতভাবে, আমাদের সম্ভাবনা রয়েছে এবং তাদের সাথে মুখোমুখি লড়াই করার শক্তি আমাদের রয়েছে। ’

‘এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দল অন্য অনেক দলের চেয়ে শক্তিশালী। আমি বিশ্বাস করি যে এই গ্রুপের প্রত্যেকেই প্রত্যেকের সাথে পয়েন্ট হারাতে পারে। ফলে আমাদের সুযোগ থাকবে। আমরা চেষ্টা করবো ঘরের মাঠে পয়েন্ট না খোয়াতে। বুদ্ধি খাটিয়ে এগিয়ে যেতে হবে। ভারত, সিঙ্গাপুর, হংকং সকলের সঙ্গেই লড়াই করার সক্ষমতা আমাদের আছে। ’

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।