ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মোদীকে বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ জানালো ব্রাজিল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
মোদীকে বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ জানালো ব্রাজিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ডিলমা রউসেফ

ঢাকা: ভারতের নতুন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বকাপ ফুটবল খেলার ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানালো ব্রাজিল সরকার।
ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রউসেফ এ আমন্ত্রণ জানান।



মোদী উঠতি জাতীয় অর্থনীতির পাঁচ শীর্ষ দেশের সংগঠন বিআরআইসিএস-এর (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন ও সাউথ আফ্রিকা) সামিটে অংশ নিতে ব্রাজিল সফর করবেন ১৫ থেকে ১৭ জুলাই। আর বিশ্বকাপ ফুটবলের ফাইনাল রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হবে ১৩ জুলাই।
সোমবার ব্রাজিলিয়ান দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে মোদী সরকার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে।

এটি প্রকাশের সময় মোদী বলেন, খেলা ভ্রাতৃত্ববন্ধন বয়ে আনে। আমি নিশ্চিত ফিফা বিশ্বকাপ বিশ্বের সব জাতির মধ্যে সেতু নির্মাণ করবে। ফুটবল তরুণদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে এবং তারুণ্য ফুটবলকে নবউদ্যোমে গ্রহণ করবে বলেই আশা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।