ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবার ব্রাজিল, আবারো বাংলাদেশ ॥ফরহাদ টিটো॥

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
আবার ব্রাজিল, আবারো বাংলাদেশ ॥ফরহাদ টিটো॥

আগের খেলায় হলুদ কার্ড খেয়ে নেইমার নিশ্চই ভয়ে আছেন 'যদি আরেকটা পেয়ে যাই তবে তো পরের ম্যাচে খেলা হবে না'। যদিও প্রেসের সামনে মুখে তিনি বলছেন,একটুও গা বাঁচিয়ে খেলবেন না।

পরের ম্যাচে সাসপেনশনের আশংকাকে পাত্তা দেওয়ার সময় নেই তার। হতেও পারে। বাইশ বছরের তরুণের তো এমনই হওয়ার কথা, সে যত বড় সুপারস্টারই হোক, যত বড় দায়িত্বই তার কাঁধে পড়ুক। এই বয়সটার কাছে 'আজ' এবং 'এখন' মুখ্য বিষয়; 'কাল' এবং 'তখন' না। এখন যা করতে ভালো লাগে তা-ই করবো, পরে কি হবে পরেই দেখবো।
 
আর, কোনো কারণে যদি নেইমার ছন্দ হারান, কী এমন ক্ষতি! মাঠে তো নামবেন ওসকারসহ আরও দশজন। সবার মধ্যে তো আর নেইমারের মতো হলুদ কার্ডের 'প্রভাব' বা প্রতিপক্ষ ডিফেন্ডারদের কড়া পাহারায় পড়ার আশংকা  নেই। ভালো সবার খেলতেই হবে- দেশের মানুষের মন আর বিশ্বকাপ জিততে হলে। সুতরাং আজ কাগজে-কলমে, সামর্থ্যে পিছিয়ে থাকা মেক্সিকো'র বিপক্ষেও জয়আগ্রাসী খেলতে চাইবে ব্রাজিল। এতে কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক অঙ্গনে এই দু'দল এ যাব‍ৎ মুখোমুখি হয়েছে ৩৮ বার। যার মধ্যে ব্রাজিল জিতেছে ২২ ,মেক্সিকো ৬ বার।
   
যেহেতু লেখাটা আপলোড হচ্ছে ১৭ জুন মঙ্গলবার, এদিন বাংলাদেশের রাত ১ টা মানে বুধবার; সেহেতু টেকনিক্যালি রাত একটায় শুরু হতে যাওয়া খেলাকে 'আজকের খেলা' বলা ঠিক হচ্ছে না। তবু খেলাটা যেহেতু ব্রাজিলে হবে মঙ্গলবার বিকেলেই...বাংলাদেশে বসে এটাকে আজকের খেলা বললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বড় কথা, মঙ্গলবার রাত একটা-কে বাংলাদেশের মানুষ 'মঙ্গলবার রাত ১টা বলেই অভ্যস্থ , 'বুধবারের প্রথম প্রহর' না।
   
ব্রাজিল-মেক্সিকো খেলার ঠিক বারো ঘন্টা আগে দুপুর ১টায় বাংলাদেশ দলেরও খেলতে নামার কথা। তা অবশ্য বিশ্বকাপে না, সাহারা কাপে। ঢাকার মিরপুর স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তাদের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টায়। প্রথমটায় বৃষ্টির চক্করে পড়ে খুব সহজেই হেরে যাওয়া বাংলাদেশ দলকে মান বাঁচাতে হলে জিততেই হবে আজ। তবে আবহাওয়া ওয়ালারা বলছেন অন্যকথা। আজ নাকি জোরেশোরে বৃষ্টি নামবে। ঠাটাও (বজ্রবিদ্যুৎ)  পড়বে। মুশফিকের মাথায় ‘ঠাটা’তো পড়েছে পয়লা ম্যাচেই। ভারত দল ঘোষণার পর এমন একটা 'কম শক্তির' দল ঢাকায় আসছে দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন বাংলাদেশ-ক্যাপটেন। ভারত এলে 'হেন করেঙ্গা, তেন করেঙ্গা' টাইপের মন্তব্যও করেছিলেন মিডিয়ার সামনে। অতএব আজকের ম্যাচ বৃষ্টিতে কাটছাট হয়ে গেলেও জিততে হবে বাংলাদেশকে। তারপর জিততে হবে শেষ ম্যাচটাও।   আজ যদি খেলা না হয়, শেষ খেলায় জিতে সিরিজে সমতা এনে ফেলার শেষ সুযোগটাও থেকে যাচ্ছে মুশফিকের সামনে।
    
একদিকে ব্রাজিলের ফুটবল ম্যাচ, আরেকদিকে বাংলাদেশের ক্রিকেট -দুইয়ে মিলে আরও একটা দীর্ঘ-দীর্ঘ দিনের মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। যেমনটি হয়েছিলো দু'দিন আগে আর্জেন্টিনার খেলার দিন। আমাদের দেশের খেলাপাগল মানুষের দিন শুরু হবে দুপুর একটায়,শেষ হবে রাত তিনটায়। বুধবার সকাল পর্যন্ত নির্ঘুম থাকতে হবে তাদের যারা আবার রাশিয়া-দক্ষিন কোরিয়ার ম্যচটাও দেখতে চাইবেন।
     
পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় ফুটবল দল হিশেবে পরিচিত ব্রাজিলের খেলাটা অবশ্য পুরোপুরিই গ্লোবাল। এক কথায় ওদের খেলা দেখতে সারাবিশ্বই ঝাঁপিয়ে পড়বে টিভি পর্দায়, পিসি-তে ল্যাপটপে বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইসে।
      
আরও একটা জিনিস চোখে পড়বে সর্বত্র। হলুদ,হলুদ আর হলুদ। হলদে জার্সিতে ছেয়ে যাবে জনপদ।
     
আজ যে ব্রাজিলের খেলা!

বাংলাদেশের ‍আধুনিক স্পোর্টস সাংবাদিকতার পথিকৃৎ মনে করা হয় তাকে। বর্তমানে কানাডার মন্ট্রিয়লে থাকেন। তবে এখনও স্পোর্টস এবং লেখালেখি তার হ্রদস্পন্দনের ‍সাথেই যেনো মিশে আছে। বিশ্বকাপ ফুটবলের এবারের আয়োজনে ফরহাদ টিটো লিখছেন বাংলানিউজের পাঠকদের জন্য।



বাংলাদেশের ‍আধুনিক স্পোর্টস সাংবাদিকতার পথিকৃৎ মনে করা হয় তাকে। বর্তমানে কানাডার মন্ট্রিয়লে থাকেন। তবে এখনও স্পোর্টস এবং লেখালেখি তার হ্রদস্পন্দনের ‍সাথেই যেনো মিশে আছে। বিশ্বকাপ ফুটবলের এবারের আয়োজনে ফরহাদ টিটো লিখছেন বাংলানিউজের পাঠকদের জন্য।
 


বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।