ঢাকা: ক্লাব সর্তীথ নেইমার বিশ্বকাপে ব্রাজিলবাসীর জন্য যেভাবে পারফর্ম করছেন, আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার মেসিকেও সেভাবে খেলতে বললেন ৮৬’র বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার দিয়াগো ম্যারাডোনা।
তার পরামর্শ, এখন পর্যন্ত নেইমার যেভাবে গোল করেছেন মেসিকেও সেভাবে গোল করতে হবে।
মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় ‘সুপার ঈগল’ খ্যাত নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। ম্যাচের ঠিক কয়েক ঘণ্টা আগে এ কথা বললেন ম্যারাডোনা।
বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বের তিন খেলার দু’টিতে গোল পায় ব্রাজিল। বিপক্ষ দলের জালে ব্রাজিলের দেওয়া সাত গোলের চারটিই আসে ‘পোস্টারবয়’ খ্যাত নেইমারের পা থেকে। এ চার গোলের মাধ্যমে এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড তার থলিতে। মেক্সিকোর বিপক্ষে অপর ম্যাচে গোল করতে পারেনি ব্রাজিল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
অপরদিকে, এখন পর্যন্ত দুই ম্যাচ খেলা আর্জেন্টিনা প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়েছে। এর মধ্যে দু’টিই পাঠিয়েছেন মেসি। সর্বশেষ ম্যাচে ইরানের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি আসে তারই পা থেকে।
ম্যারাডোনা বলেন, পুরো ব্রাজিল নেইমারের দিকে চেয়ে আসে। তবে এখন পর্যন্ত সে হতাশ করেনি। প্রত্যাশার চাপ নিতে জানে নেইমার।
তিনি বলেন, নেইমার ব্রাজিলের জন্য যা করেছেন, আর্জেন্টিনার ভক্তরা মেসির কাছে তেমনটিই আশা করেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৪