ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

পূর্ণশক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জার্মানি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
পূর্ণশক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জার্মানি

ঢাকা: শের্য়াইনস্টাইগার, ওজিল, পডলস্কি, মুলারসহ যুক্তরাষ্ট্রের বিপক্ষে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামছে র্জামানি।

গ্রুপ পর্বের শেষ দিন বৃহস্পতিবার চারটি খেলা অনুষ্ঠিত হবে।

  প্রথম দুই খেলায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে জার্মানি-যুক্তরাষ্ট্র। একই সময়ে অপর খেলায় পর্তুগাল মুখোমুখি হবে ঘানার।

জি গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার লক্ষ্যে রেসিফের অ্যারিনা পারনামবুকো স্টেডিয়ামে লড়বে জার্মানি-যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দল দু’টি একটিতে জয় পায় ও একটি ড্র করে। এর ফলে এ ম্যাচে জয়ী দল নকআউটের টিকিট পাবে।

তবে ফলাফল ড্র হলেও দুই দলই নকআউট পর্ব নিশ্চিত করবে। পর্তুগাল-ঘানা ম্যাচের ফল তাদের ওপর কোনো ফেলবে না।

জার্মানি-যুক্তরাষ্ট্রের ম্যাচের একাদশ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। জার্মানির মূল একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। গোৎজে ও খেদিরাকে বসিয়ে নামানো হচ্ছে শের্য়াইনস্টাইগার ও পডলস্কিকে।

মূল একাদশে দু’টি পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রও। ক্যামেরুন ও বিদোয়াকে বসিয়ে নামানে হচ্ছে গঞ্জালেজ ও ডেভিসকে।

জোয়াকিম ল্যোর তত্ত্বাবধানে জার্মানি একাদশে নামছেন- ন্যুয়ের, বোতেং, হুমেলস, হাউদেস, লাম, মোর্তেসেকার, শের্য়াইনস্টাইগার, ওজিল, ক্রুস, পডলস্কি ও মুলার।

জোয়াকিম ল্যোর ‘গুরু’ ইর্য়ুগেন ক্লিন্সম্যানের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র একাদশে নামছেন- হাওয়ার্ড, গঞ্জালেজ, বিসলে, বিসলার, জনসন, ব্র্যাডলি, জোনস, বেকারম্যান, ডেভিস, জুসি ও ডাম্পসি।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।