ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবার এল ক্লাসিকোয় চোখ মেসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এবার এল ক্লাসিকোয় চোখ মেসির ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ব্যস্ততা শেষে লিওনেল মেসির এবার বার্সেলোনায় ফেরার পালা। বার্সা তারকার দৃষ্টিটা এখন এল ক্লাসিকো ঘিরে।

তার নেতৃত্বে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় তুলে নেয় আর্জেন্টিনা।

শনিবার (২ এপ্রিল) বার্সার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এর আগে মৌসুমের প্রথম দেখায় রিয়ালকে তাদের মাঠেই ৪-০ গোলে হারের লজ্জায় ডোবায় কাতালানরা।

পূর্ণ ফিটনেস নিয়েই গ্যালাকটিকোদের বিপক্ষে মাঠে নামবেন মেসি। আন্তর্জাতিক ম্যাচগুলোতে কোনো ধরনের ইনজুরি সমস্যায় পড়েননি বলে নিশ্চিত করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম চার ম্যাচেই দলের বাইরে ছিলেন মেসি। তার দলে ফেরার মধ্য দিয়ে নিজেদের শেষ দুই ম্যাচে (চিলি, বলিভিয়া) পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

চিলির বিপক্ষে (২-১) স্কোরশিটে নাম লেখাতে না পারলেও বলিভিয়া ম্যাচে (২-০) জাতীয় দলের হয়ে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। আর মাত্র ৭টি গোল করলেই গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে (৫৬) ছাড়িয়ে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হবেন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড।

আন্তর্জাতিক ব্যস্ততার পর এবার মেসির সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সেদিকেই দৃষ্টি রাখছেন বার্সার প্রাণভোমরা, ‘কোনো ধরনের শারীরিক সমস্যায় পড়িনি এবং এখন বার্সেলোনায় ফিরে এল ক্লাসিকো নিয়ে ভাবার সময় এসেছে। যেটা একটা বড় পরীক্ষা। ’

লা লিগার পয়েন্ট টেবিলে অবশ্য বার্সার ধারেকাছেও নেই রিয়াল। ৯ পয়েন্টের লিড নিয়ে শিরোপার পথে হাঁটছে লুইস এনরিকের শিষ্যরা। ৩০ ম্যাচ শেষে কাতালানদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে লস ব্লাঙ্কসরা (৬৬)। অবস্থান তৃতীয়। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ। মৌসুম শেষ হতে আর আটটি করে ম্যাচ বাকি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।